আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

সীমান্তে আবারো বিস্ফোরণের শব্দ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ০৯:০২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রুর ৩৪,৩৫ সীমান্ত পিলারের মাঝখান দিয়ে মিয়ানমারের কিছুটা ভিতর থেকে শুক্রবার রাত ৩টা ২৮মিনিটের সময় পরপর দুটি বড় শব্দের আওয়াজ এসেছে বলে জানিয়েছেন তমব্রু বাজারের তরুণ ব্যাবসায়ী মোঃ সরোয়ার। নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তের অন্য সব জায়গা শান্ত ছিল বলে একাধিক সুত্রে জানা গেছে,জামছড়ি এলাকার মোঃ রহমান জানান ৪৫নং সীমানা পিলারের মিয়ানমারের কিছু ভিতরে মানুষের কোলাহল শুনা যায়,তার অনুমানে বলেন সম্ভবত মিয়ানমারের অনেক ভিতরে চলে যাওয়া আরকান আর্মির জনবল আবারো ফিরে এসেছে সীমান্ত এরিয়ার কাছাকাছি। লেবুছড়ির সীমান্তের কাছাকাছি বসবাসকারী কৃষক মোঃ কামাল জানান তাদের সীমান্তে শান্তি আছে,তবে মিয়ানমারের সামান্য ভিতরে মানুষের অবস্থান আছে বলে তিনিও শুনেছেন।