আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সীতাকুন্ডে ১০ নবজাতকের জন্ম

নাসির উদ্দিন শিবলু, সীতাকুন্ড : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:২৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ঘন্টার জন্ম নিয়েছে ১০ জন নবজাতক। গত কয়েকমাসে নরমাল ডেলিভারীতে নবজাতকের জন্ম দিয়ে দেশব্যাপী নজির সৃষ্টি করেছে স্বাস্থ্য কমপ্লেক্স। ডাক্তারদের আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ঝুঁকিমুক্ত ডেলিভারী অব্যহত আছে। তারই ধারাবাহিকতায় ১২ ঘন্টায় নবজাতকের প্রসব করিয়ে আবারো আলোচিত হয়ে উঠেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। 

তিনি বলেন,‘ বিশেষজ্ঞ ডাক্তার ও দক্ষ নার্সদের সহযোগীতায় নরমাল প্রসূতী মা’দের ডেলিভারী করা সম্ভব হচ্ছে। হাসপাতালের সেবার প্রতি আস্তা ফিরে আসায় সব শ্রেণী পেশার মানুষদের নরভারী ডেলিভারীতে আগ্রহ বেড়েছে। নরমাল ডেলিভারীর পাশাপাশী ঝুঁকিপূর্ন রোগীদের  সিজারের আওতায় আনা হচ্ছে। গত রাত আজ দুপুর পর্যন্ত ভর্তি হওয়া ১০ দশ নবজাতকের জন্ম হয়েছে। এরমধ্যে ৮ জনের নরমাল ডেলিভারী ও ২ জনের সিজার করানো হয়। এ সেবায় বিশেষ অবদান রেখেছেন গাইনি সার্জন ডা. খাদিজা আক্তার, ডা. জোয়াইরিয়া সুলতানা পান্নাসহ কর্তব্যরত নার্সরা। নরমাল ডেলিভারীর প্রতি জনগনকে উদ্বুদ্ধ সবার আতœরিক সহযোগীতা জরুরী।