আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

সন্দ্বীপে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ ৩ টি ট্রলার আটক

ইলিয়াছ সুমন সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ২৯ জুন ২০২২ ০৬:৪৭:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সন্দ্বীপে অবৈধ ভাবে  সামুদ্রিক মাছ ধরার অপরাধে বুধবার সন্দ্বীপ মৎস্য বিভাগের অভিযানে  সহকারী কমিশনার ভূমি মোঃ মইন উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে ইলিশ মাছ ধরা বন্ধ করার অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলার সামুদ্রিক সীমায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তিনটি মাছ ধরার ট্রলার আটক করে ট্রলারের মাঝিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর  ৫(১) ধারায় একজন কে  পাঁচ হাজার টাকা করে তিন  জনকে  মোট পনের হাজার টাকা   অর্থদন্ড প্রদান করা হয়। এসময়  একশত পঞ্চাশ কেজি  ইলিশ জব্দ করা হয় যা পরে বিভিন্ন এতিমখানা এবং দুস্থদের বিতরণ  করা হয়। এছাড়া উপজেলা মৎস্য বিভাগ সোমবার সকালে উপজেলার শিবের হাটে অভিযান পরিচালনা করে বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এরপর সারিকাইত বাংলা বাজার এলাকা অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকারের মাছ জবাদ করে বিভিন্ন এতিম খানায় বিতারণ করা হয়। ২০ মে থেকে সরকারি ভাবে ৬৫ দিনের জন্য সমুদ্রে মাছ ও জাটকা ইলিশ ধরার নিষেধাজ্ঞা রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করা একাধিক কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।