আজ শনিবার ৫ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

সন্দ্বীপে রোহিঙ্গা পাচারকারী আটক জেল ও অর্থদন্ড প্রদান

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ ০৯:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলায়   রোহিঙ্গা পাচার কাজে সহযোগিতা করায়  একজন কে আটক করছে স্হানীয় জনতা। 

আটককৃত ব্যক্তির নাম মাইনউদ্দীন ( ২৮) তিনি মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আনসারুল হকের পুত্র। 

 

বৃহস্পতিবার বেলা ২ টায় গুপ্তছড়া ঘাটে চট্টগ্রাম রোহিঙ্গা পাচার করার সময় স্হানীয় জনতা সন্দেহ করে তাকে ধরে আটক রেখে সন্দ্বীপ থানায় খবর দেয়। সাথে সাথে সন্দ্বীপ থানায় এস আই রমজান আলীর নেতৃত্বে থানা থেকে পুলিশের একটি টিম এসে মাইনউদ্দীন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  আটককৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায়।  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  তাসফিক সিবগাত উল্লাহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্থ হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫(পনের) দিনের জেল এবং ৫০০/-(পাঁচশত) টাকার অর্থদন্ডে দন্ডিত করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান জনতা খবর দেয়ার পর পরই আমি পুলিশ ফোর্স পাঠিয়ে ব্যবস্হা নি, আটককৃত ব্যাক্তি  থানা হাজতে আছে  পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।