আজ শনিবার ৫ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির পৃথক দুই অভিযানে: গার্মেন্টস সামগ্রী এবং ধনিয়ার গুড়া উদ্ধার

মোঃ ইফসা খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ ০৯:৫৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির পৃথক ২ অভিযানে মিয়ানমারে পাচারকালে কাপড় ও ধনিয়ার গুড়া উদ্ধার করেছে।

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ফুলতলী বামহাতির ছড়া নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে দেশীয় গজ কাপড়,ধনিয়ার গুড়া উদ্ধার করেছে

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে  নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র অধীনস্থ

ফুলতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আঃ রশিদের নেতৃত্বে টহল দল বাংলাদেশের অভ্যন্তরে "বামহাতির ছড়া নামক"স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে,গজ কাপড়- ৯০ পিস, ধনিয়া গুড়া- ২৫ কেজি। অপরদিকে শুক্রবার দুপুরে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির নিয়ন্ত্রণাধীন বালুর মাঠ নামক স্থানে গোপন সংবাদের সুত্র ধরে অভিযান পরিচালনা করে মালেক বিহীন বেশকিছু সাদা স্যান্ডো গেঞ্জি, টি শার্ট,ফুল শার্ট,হাফ প্যান্ট উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্য নাইক্ষ্যংছড়ি ১১  বিজিবির হেফাজতে  রয়েছে।

উল্লেখ্য,নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাকারবারিরা প্রতিদিন বিভিন্ন বাংলাদেশী পণ্য মিয়ানমারে পাচার করে আসছেন সংশ্লিষ্টদের দৃষ্টি ফাঁকি দিয়ে। সীমান্ত এলাকায় বেশ কিছু  গহীন অরণ্য দিয়ে পথ থাকাই এই পাচার প্রতিরোধে দারুন ভাবে হিমশিম খেতে হচ্ছে বিজিবি সদস্যদের।তারপরেও সীমান্ত এলাকার অনেকেই মনে করেন এই পাচার রোধে বিজিবির অভিযান আরো জোরদার করা হোক।