আজ বৃহস্পতিবার ৯ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে বিভিন্ন মন্দিরে রথযাত্রা উৎসব

ইলিয়াছ সুমন সন্দ্বীপ : | প্রকাশের সময় : শনিবার ২ জুলাই ২০২২ ০৫:৩৯:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্‌কন), এনাম নাহার জগন্নাথ মন্দির কতৃক  আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের  রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।রথযাত্রা মহোৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রাজবেশ দর্শন, বিশ্বশান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, ধর্ম মহাসম্মেলন, মহাশোভাযাত্রা।

মহাশোভাযাত্রা এনাম নাহার  থেকে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স হয়ে এনাম নাহার এসে শেষ হয। 

জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সদ্যস আনন্দময় অবতার দাস   বলেন, রথযাত্রা উৎসব হিন্দুদের হলেও এলাকার ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজার হাজার মানুষ এতে অংশ নেয়।

উক্ত রথ যাত্রায়  ফ্রি চিকিৎসা, শরবত পান করাচ্ছেন  জাতীয় হিন্দু  মহাজোট সন্দ্বীপ শাখা  খুশি ভক্তবৃন্দ সেবাই ধর্ম। সু-স্বাস্থ্যই সকল সুখের মূল। এই শ্লোগান নিয়ে নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা দিয়ে চলেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সন্দ্বীপ উপজেলা শাখা নামের এই সংগঠন। ১লা জুলাই  শুক্রবার  সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত বিনামূলে চিকিৎসাসেবা ক্যাম্পিং শুরু করেন এনাম নাহার জগন্নাথ মন্দির, ইসকন কতৃক আয়োজিত রথ যাত্রায়,  দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

সন্দ্বীপ উপজেলা এনাম নাহার মোড়  জগন্নাথ মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট স্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন করেন মনো বিকাশ বনিক।তিন বলেন  গত ১ মাস এই সংগঠন যেই সকল কার্ক্রম, বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা, সোলার প্যানেল ভিতরন সহ  বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে মানবিক কাজে ও  চিকিৎসা সেবা দিয়ে আসছেন সেবামুলক এই সংগঠনটি তা আশা করি প্রত্যাক মানুষের কাছে স্মরণীয়, আমি এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্বি কামনা করছি।

এই চিকিৎসা সেবা কার্যক্রমের সভাপতিত্ব করেন সন্দ্বীপ শাখার সভাপতি  ডা.নারায়ণ চন্দ্র দাশ, তিনি বলেন ব্লাড গ্রুপ নির্নয,ফ্রী চিকিৎসা, বিনামূল্যে ঔষধ বিতরন,সনাতনী ভক্তদের মাঝে জগন্নাথ মন্দিরের স্বেচ্ছাসেবক হযে প্রসাদ বিতরন,রথ যাত্রায় যেই ভাবে সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছে, তা ভুলার মত না।আমাদের এই সেবা মূলক কার্যক্রম চলমান থাকবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আনন্দময় অবতার দাস,জনার্দন দাস,মনোবিকাশ বনিক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সন্দ্বীপ শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দাস,সাধারন সম্পাদক-পুষ্পেন্দু মজুমদার, সজীব ঘোষ,দূর্লভ সাহা,সাজু মজুমদার,  রাজু চৌধুরী, অর্থ সম্পাদক -মিথুন মালাকার, নয়ন সাহা, সিকদার নন্দী সীমান্ত,অভিক রায়,বালাক চন্দ্র দে সহ হাজারো ভক্ত বৃন্দ।

এছাড়া  ও  সন্দ্বীপের কেন্দ্রীয় মন্দির খ্যাত সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ের বর্নাঢ্য রথযাত্রায় হাজারো পূর্নার্থীর ভীর।

"রথযাত্রা লোকারন্য মহা ধুমধাম,ভক্তরা লুটায়ে পথে, করিছে প্রনাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি,তাহা শুনে মিটিমিটি হাসে অন্তর্যামী" কবি গুরুর সেই বিখ্যাত কবিতার প্রতিফল দেখা গেলো সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ে। সন্দ্বীপের কেন্দ্রীয় মন্দির খ্যাত পৌরসভা ৩ নং ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপের সবচাইতে প্রাচীন মন্দির শ্রীশ্রী সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ের বর্নাঢ্য রথযাত্রায় দেখা গেলো  হাজারো পূর্নার্থীর ভীর।শিশু কিশোর থেকে শুরু করে যুবক, যুবতী,বৃদ্ধ, বৃদ্ধা সহ সকল বয়সী ভক্তের ব্যাপক উৎসাহ উদ্বীপনায় রথ টানা সহ প্রতিটি পর্বে অংশগ্রহন যেন ভক্ত আর ভগবানের মহা  মিলন মেলায় পরিনত হয়েছে। 

সকাল থেকে রথযাত্রার দিনব্যাপী অনুষ্ঠানমালায় মঙ্গলারতি, গুরুপূজা, শ্রী ভগবত গীতা পাঠ, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, ভোগ আরতি, কীর্তন, প্রসাদ বিতরন সহ বিশাল রথের দড়ি টেনে পুরো এলাকার মুল সড়ক প্রদক্ষিন এবং পথে পথে ভক্তদের ভক্তি নিবেদনে পুরো দিনটি ছিলো খুবই আনন্দ মুখর, ভক্তের ভগবান দর্শনের আনন্দ যেন পৃথিবীর সকল আনন্দকে ম্লান করে দিয়েছে।রথ টানার সময় সন্দ্বীপ টাউন শ্রীশ্রী জগন্নাথ দেবালয় আখড়া মন্দিরের একই সাথে রথ টানা ভক্তদের মাঝে বিভেদ ভুলার আনন্দ ছড়িয়ে নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন আগত ভক্তরা । 

১ জুলাই মন্দির প্রাঙ্গনে রথযাত্রার শুভ সুচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত মন্দির কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন সভাপতি মাষ্টার বল্লভ কৃষ্ণ মুখার্জী, সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন,সহ-সভাপতি অরুন চন্দ্র রায়, কার্তিক চক্রবর্তী, দুলাল সেরাং, যুগ্ন সম্পাদক টিটৃ সোম,সহ-সম্পাদক শিমুল সুত্রধর, কোষাধ্যক্ষ মাষ্টার অরুন চন্দ্র দে,সাংগঠনিক সম্পাদক শৈবাল দে মনা, সহ-সাংগঠনিক সম্পাদক মিরন চন্দ্র রায় সহ মাষ্টার অজয় কুমার দে,কাজল গাঙ্গুলী,রনজিত মজুমদার,সৌরভ গাঙ্গুলী,সন্জীব চক্রবর্তী,মিঠুন ঘোষ,গোপী নাথ সুত্রধর সহ সকল নেতৃবৃন্দ।