আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সন্দ্বীপে গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপে  গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রয়ারি ২৫  বুধবার  দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স  রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।  

 

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিউদ্দিনের  সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন  মুছাপুর ইউপি সচিব মোঃ এমরান , আমানউল্যা ইউপি সচিব মোঃ জিল্লুর রহমান,  সন্তোষপুর ইউপি সচিব মোঃ মহসিন , হারামিয়া ইউপি সচিব  কাজী মেহেরাজুল ইসলাম, মাইটভাংগা ইউপি সচিব  জিতু বড়ুয়া, বাউরিয়া ইউপি সচিব  মোঃ জাহাঙ্গীর আলম,মগধরা ইউপি সচিব   মোঃ আজম উদ্দীন, সারিকাইত ইউপি সচিব  জাবেদ হোসেন, আজিমপুর ইউপি সচিব  দিদারুল আলম, সহ সন্দ্বীপ  উপজেলার ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।  

 

সভায় বক্তারা বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত।

 

 

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সারা দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান আছে।

গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে তারা আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে। গ্রাম আদালত বিরোধ নিষ্পত্তির জন‍্য ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস‍্যসহ সবাইকে কাজ করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করা হয়।

 

দেওয়ানী মামলার ক্ষেত্রে ২০ টাকা আর ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস দিয়েই ইউনিয়ন পরিষদে বিচারিক সেবা পাওয়ার সুযোগ আছে।