Resilience through Economic Empowerment climate Adaptation Leadership and Learning - REE CAll 0 OXFAM সহয়তায় সংশ্লিষ্ট সরকারি, দাতা সংস্থা, প্রইভেট সেক্টরস, সুশীল সমাজ ও সিবিও প্রতিনিধির প্রকল্প সম্পকিত সুপারিশ মালা গ্রহন বিষয়ক সভা ও বেকার যুবকদের প্রশিক্ষন কর্মশালা ৬ জুন বেলা ১১ টায় উপজেলা কমপ্লেক্স এসডিআই প্রশিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়। ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীনের উপস্থাপনায় সন্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আলী আজম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার , উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আজিম , এসডিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ,এসডিআই সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আনোয়ার পারভেজ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ অঞ্চলের প্রধান মোঃ শামসুদ্দীন, সন্দ্বীপ প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ,সুফিয়ান মানিক, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, নারী নেত্রী ফাতেমা বেগম প্রমুখ।