আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে এক রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

ইলিয়াছ সুমন সন্দ্বীপ : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ জুন ২০২২ ০৫:২২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সন্দ্বীপে গতকাল গভীর রাতে পাশাপাশি থাকা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুদর্ষ চুরি সংগঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেড়িবাঁধের নিচে দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী আবদুল্লাহ তৈয়বুুর নুর হাফিজিয়া মাদ্রাসা, জানা যায় চোরের দল প্রথমে মাদ্রাসার ভবনের দরজা ভেঙ্গে ভিতরে  প্রবেশ করে, তালা ভেঙ্গে অফিসের দুটি আলমারির বারটি ডয়ের ভেঙ্গে নগদ ষোল হাজার টাকা এবং এক লক্ষ বিশ হাজার টাকার দুটি কম্পিউটার নিয়ে অফিসের আসবাব পত্র ভাংচুর করে  চলে যায়। পরে পাশে থাকা দারুস সালাম বিদ্যালয়ে চোরের দল প্রবেশ করে, অফিসে থাকা কম্পিউটারের ডেস্কটপ, সৌর বিদ্যুতের  ব্যাটারি ও প্লেট নিয়ে চলে যায়। দুটি প্রতিষ্ঠানের কোন নৈশ প্রহরী নেই। তবে দুটি প্রতিষ্ঠানের মাঠ একই জায়গা এবং স্কুলের ভবনের কাজ চলছে, এবং ভবনের শ্রমিকেরা রাতে মাঠে অস্হায়ী ঘর করে থাকে তাদের জিজ্ঞেসা বাদ করা জরুরি বলে মনে করে অনেকে। ইতি মধ্যে ঘটনাস্হল পরিদর্শন করছেন স্হানীয় মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন  , ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষরা। বিষয়টি সম্পর্কে মাদ্রাসা কতৃপক্ষ সন্দ্বীপ থানায় একটি সাধারণ অভিযোগ  করছে বলে জানা গেছে।