আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সন্দ্বীপে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ  উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ড কুচিয়ামোড়া চাইল্লার ব্রীজের পূর্বে জুমুন ষ্টোরের পাকা রাস্তার সামনে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর রাত আটটার দিকে  এক মাদক ও ইয়াবা  ব্যবসায়ী কে গ্রেফতার করছে সন্দ্বীপ থানা পুলিশ। গ্রেফতার মাদক ও ইয়াবা  ব্যবসায়ীর নাম মোঃ সোহেল( ৩৫) সে হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় গ্রামের আবদুল মালেকের পুত্র। জানা গেছে চাইল্লার গৌ ব্রীজের পূর্বে  মাদক ব্যবসায়ী  

মাদক দ্রব্য বিক্রয় করতেছে, এ বিষয়টি সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কে জানালে ওসি সত্যতা নিশ্চিত করার জন্য পুলিশ পোর্স পাঠালে জুমুন ষ্টোরের সামনে থেকে সে পুলিশের উপস্থিত টের পেয়ে  পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়, পরে পুলিশ  এই ইয়াবা ও মাদক ব্যবসায়ীকে  সন্দ্বীপ থানায় নিয়ে আসে। এ বিষয়ে বৃহস্পতিবার রাত ৯ টায় মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর  ৩৬(১) সারনির ১০(ক) ধারায় সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ০৫। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন ইয়াবা ও মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থা জিরো টলারেন্স, গোপন সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে এই ইয়াবা ব্যবসায়ীকে আমরা আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।