আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

সন্দ্বীপ প্রেস ক্লাবের সাথে সাংবাদিক আইয়ুব ভুঁইয়া'র মতবিনিময়

সন্দ্বীপ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৪৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশের সকল প্রেস ক্লাবকে পর্যায়ক্রমে জাতীয় প্রেস ক্লাবের সাথে সংযোগ স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে জেলা প্রেস ক্লাব গুলোকে সংযোগ করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা প্রেস ক্লাবগুলোকে সংযোগ করা হবে।শুক্রবার সন্ধ্যায় সন্দ্বীপ প্রেস ক্লাবের সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময়ে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসস'এর বার্তা সম্পাদক আইয়ুব ভুঁইয়া'র এ কথা বলেন। তিনি আরো বলেন, সাংবাদিকতা মহান পেশা, সততার সাথে সবাইকে  এ কাজ করতে হবে। 

 

সন্দ্বীপ প্রেস ক্লাবের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন  সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেলায়েত হোসেন তালুকদার । সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রহিম উল্যা , সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সিনিয়র সহ-সভাপতি সুফিয়ান মানিক, সাইফুল ইনসাফ, মোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন, অর্থ সম্পাদক এম.এ হাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ রাব্বী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন অপু, সহ ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, প্রকাশনা সম্পাদক গোফরান উদ্দিন রানা, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য সাজিদ মোহন, আনোয়ার আফসার প্রমুখ।

সভা শেষে জাতীয় প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসস এর বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সন্দ্বীপ আগমনে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেস ক্লাব সভাপতি রহিম উল্যা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি।