আজ বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

সন্দ্বীপ পৌরসভার ৪৫ কোটি ৬৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা

ইলিয়াছ সুমন সন্দ্বীপ : | প্রকাশের সময় : সোমবার ৪ জুলাই ২০২২ ০৫:৩০:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সন্দ্বীপ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৩ জুলাই সকাল ১০ টায় উক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য বাংলাদেশ  জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে  সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহাজাহান, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা , সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান  সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ, সন্দ্বীপ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম,  পৌর প্যানেল মেয়র সফিকুল মাওলা, আবু তাহের,  উপস্থিত ছিলেন গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী,  কাউন্সিলর ইউছুপ চৌধুরী, মহব্বত বাঙালি, দিদারুল আলম, ওয়াহিদুল আলম পারভেজ, সাকিল উদ্দিন খোকন, মোক্তাদের  মাওলা ফয়সাল, শামীমা আকতার সুমি , রাহেনা বেগম, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহবায়ক কাউছার মাহামুদ দিদার ও মিলাদ মোদাচ্ছির, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে দুই কোটি বত্রিশ লক্ষ আশি হাজার টাকা, এবং উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে তেতাল্লিশ কোটি  পয়ত্রিশ লক্ষ টাকা। যা এ যাবৎ কালের সর্বচ্চ বাজেট, গতবারের চেয়ে প্রায় ১৫ গুন।