পাহাড়কন্যা বান্দরবানে বাড়ছে পর্যটক,শীত যায় যায় এই সময়টাতে দেশের বিভিন্ন প্রান্ত হতে পাহাড় প্রেমী ভ্রমন পিপাসুদের ভিড় জমবে পার্বত্য বান্দরবানের মেঘলা,নিলাচল,নীলগিরি,চিম্বুক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলোতে। আগত পর্যটকেরা বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো পরিবার পরিজন নিয়ে ছুটে বেড়াবেন মনের খোরাক জোগাতে। পর্যটকেরা ঘুরাঘুরির পর দুপুরের আহারের ব্যাবস্থাও করেন পর্যটন কেন্দ্রের আশেপাশে বা উন্মুক্ত কোন স্থানে। এতে পর্যটকদের খাওয়াদাওয়ার কাজে ব্যাবহৃত প্লাস্টিকের প্লেট গ্লাস সহ খবারের উচ্ছিষ্ট পড়ে থাকে যত্রতত্র। এতে পর্যটন কেন্দ্রের আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাড়তি পরিচ্ছন্নতা ব্যাবস্থা গ্রহণ করার পরেও অধিক পর্যটক সমাগমের কারনে পর্যটন কেন্দ্রের বাইরের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হিমসিম খেতে হয় সংশ্লিষ্টদের। জেলায় বসবাসকারী জনসাধারণ ও আগত পর্যটকদের মাঝে বাড়তি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু মারমা। ২৩ শে জানিয়ারি সোমবার দুপুরে তার নেতৃত্বে স্মার্ট ক্লিন বান্দরবানের এই উদ্যোগকে সবার মাঝে উৎসাহিত করতে নিজেই নেমে পড়লেন পরিস্কার পরিচ্ছন্নতার কাজে। সাথে অংশ নেন জেলা মহিলা আওয়ামী লীগ এবং জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মেঘলা পর্যটন কেন্দ্র এবং এর আশেপাশের প্রায় ৩ কিঃ এলাকায় পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সবারি মাথায় স্কাপ,মুখে মাক্স পড়ে ঝাড়ু হাতে পায়ে হেটই রাস্তার দুই পাশে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের প্যাকেট ও বিভিন্ন অপচনশীল বস্তু হাতে তুলে তা রেখেছেন নির্দিষ্ট ডাস্টবিনে। কার্যক্রমে অংশ নেয়া জেলা আওয়ামী লীগ এর মহিলা সদস্য উজলা তঞ্চঙ্গ্যা বলেন স্থানীয় জনসাধারণ এবং জেলায় আগত পর্যটকদের বাড়তি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই কর্মসূচি,যার নেতৃত্ব দিচ্ছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু মারমা। জেলা ছাত্রলীগের সভাপতি অংসাইউ পুলু বলেন পর্যটন নগরী বান্দরবান জেলাকে ক্লিন সিটি হিসেবে দেশের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পরিস্কার পরিচ্ছন্নতা এই ব্যাতিক্রমি কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে মিসেস মেহ্লা প্রু মারমা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছেন। যোগাযোগ ব্যাবস্থার অংশ হিসেবে জেলার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ঘোষণা কে আরো বেগবান করার লক্ষ্যে আমাদের এই ক্লিন বান্দরবান কার্যক্রম পরিচালনা। তিনি আরো বলেন সকলকে নিজের উদ্যোগে চারপাশের পরিবেশ কে পরিস্কার রাখা ও নিজে পরিছন্ন থাকার চেস্টা করতে হবে। সকলের প্রচেষ্টা ও সচেতনতা থাকলে আমাদের এই সুন্দর শহর আরো সুন্দর করে উপস্থাপন করা যাবে।তাই নিজেদেরকে চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে আহ্বান জানান পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু। তার এই ব্যাতিক্রমি প্রয়াসে আশেপাশের স্থানীয় জনসাধারণ ও আগত পর্যটকদের অনেকেই হয়েছেন উৎসাহীত,তারাও জানালেন নিজেরাও পরিচ্ছন্ন বান্দরবান গড়তে এগিয়ে আসবেন,রাখবেন পরিচ্ছন্ন নিজের চারপাশ।