আমরা করবো জয়, ৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিলেন - জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সহ মেয়র ইসলাম বেবী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সাউথ এশিয়ান ৬ ষ্ট কারাতে চ্যাম্পিয়ানশীপ ২০২২ শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত হয় উক্ত কারাতে প্রতিযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা কে সু উচ্চতায়, নিয়ে গেলো সোনার ছেলে মেয়েরা, বিশ্বের কারাতে জগতে নতুন করে পরিচিত লাভ করলো দুইটি স্বর্ন,তিনটি রৌপ্য দলগত ইভেন্টে সর্বমোট বারোটি তাম্র পদক ছিনিয়ে আনলো বিভিন্ন দেশের করাতে প্রতিযোগি কে হারিয়ে। তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়ে বান্দরবান জেলা প্রশাসক ও বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি এর অফিসে। তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিযোগিতায় সিংক্যউ একক কাতায় স্বর্ণ, ক্যাডেট ৫৫ কেজি এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন। রুইতুম ম্রো একক কাতায় স্বর্ণ, ক্যাডেট ৫৪ কেজি এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন। আর নুমে মার্মা একক কাতায় রৌপ এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন। এছাড়াও ছাইনুয়ই মার্মা একক কাতায় রৌপ এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন। ক্যছাউ মার্মা ক্যাডেট ৫২ কেজিতে রৌপ এবং দলীয় কাতায় তাম্র লাভ করেন । এছাড়াও রেংহিন ম্রো, টুম্পং ম্রো, প্রু ওয়াচিং মার্মা, মেতওয়াইং মার্মা কারাতের বিভিন্ন ক্যাটাগরিতে তাম্র পদক লাভ করেন। সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সহ ক্রীড়া অফিসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।। কারাতে বিজয়ীদের কে শুভেচ্ছা স্বরুপ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা মিলে মোট এক লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেন।