আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

শেখ কামাল স্কুল মাদ্রাসা জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ফেব্রুয়ারী ২০২৩ ১২:৩৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

শেখ কামাল স্কুল মাদ্রাসা জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ জেলা পর্যায়ে পতাকা উত্তোলন বেলুন উড়িয়ে ও শান্তির পায়রা( কবুতর) অবমুক্ত করে ৩ রা জানুয়ারি শুক্রবার সকালে স্থানীয় স্টেডিয়ামে উদ্ভোদনের মধ্যদিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের শুরু করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জেলা মাজিস্ট্রেট ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব ইয়াছমিন পারভিন তিবরীজি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুরাইয়া আকতার সুইটি সভাপতিত্বে অনুষ্ঠিত সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালায় ছিলো ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়,১৫০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ,হাই জাম্প লংজাম্প,লৌহ গোলক নিক্ষেপ, ৮০০ মিটার রিলে। এ্যাথলেটিকস প্রতিযোগিতা ছয়টি উপজেলা অংশ গ্রহন করেন, বিকালে সকল ইভেন্টের বিজয়ীদের নিকট পুরস্কার বিতরন করেন আজকের প্রধান অতিথি। ছয় উপজেলার মধ্যে সর্বোচ্চ পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নাইক্ষংছড়ি উপজেলা।