আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে ১১বিজিবি

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১১ জানুয়ারী ২০২৩ ১০:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন(১১বিজিবি) কর্তৃক পাহাড়ী ও বাঙ্গালী গরীব, দুস্থ ও অসহায় ৫০০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১০ এবং ১১ জানুয়ারি মঙ্গলবার ও বুধবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর,মিলেনপাড়া,নিকুছড়ি,জারুলিয়াছড়ি,ভালুখাইয়া,আশারতলীসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পাহাড়ী ও বাঙ্গালী গরীব, দুস্থঃ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,সীমান্ত রক্ষা,সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিহত করা, অপারেশন উত্তরণের আওতায় কর্মকান্ড এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ দেশের যে কোন প্রয়োজনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের গৌরবোজ্জ্বল পতাকাকে সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। জোন কমান্ডার লে.কর্নেল রেজাউল করিম বলেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি ও বাঙ্গালি সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।