আজ শুক্রবার ১০ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

শহীদের সমাধিতে মিরসরাই নাগরিক কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাইঃ | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ ০৮:১২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে মিরসরাইয়ের ৫নং ওসমানপুর ইউনিয়নের পাতাকোড় গ্রামের একই পরিবারের ৫ সদস্য শাহাদাৎ বরণ করেন।  তাঁরা হলেন, শহীদ বদিউজ্জামাল, তাঁর স্ত্রী শহীদ রৌশনারা বেগম, ছেলে শহীদ আহমেদ ফয়সাল, শহীদ মুক্তার আহমেদ রিজভী, একমাত্র মেয়ে শহীদ শাহীন আরা খানম। 

বিজয়ের ৫০ বছর পরও শহীদ পরিবারটির রাষ্ট্রীয় কোন সম্মান বা স্বীকৃতি মেলেনি। নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের কথা অজানাই রয়ে গেছে। 

শুক্রবার ১৭ ডিসেম্বর এই প্রথম  মিরসরাই নাগরিক কমিটির পক্ষ থেকে  উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের পাতা কোড গ্রামে ৫ শহীদের আত্নার মাগফিরাত কামনা করে জুমার নামায শেষে দোয়া, কবর যিয়ারত, মুনাজাত ও  সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

 

এসময় উপস্হিত ছিলেন নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ জামশেদ আলম, নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক নুরুল আলম, মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন,  সেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়  সভাপতি  ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই   পরিচালক সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।