আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির অধীন লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির ২০২২-২৩ সেবা বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লিও আরাফাতুল হাসান'কে সভাপতি, লিও শুভ বিশ্বাসকে সেক্রেটারি ও লিও মেহেরাজ আলীকে ট্রেজারার করা হয়েছে। শুক্রবার ২৭ মে নগরীর হালিশহরস্থ ডেফিনেশন কোচিং সেন্টারে লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি আয়োজিত এক মাসিক সভায় সদ্য বিদায়ী সভাপতি লিও জয়ন্ত বড়ুয়ার সভাপতিত্বে বেঙ্গল সিটির লিও ক্লাব এডভাইজার লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির নতুন কমিটির অন্যান্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট লিও সাদলী বিন জাহাদী, লিও অচিন দাস, লিও সাজনুর সামান্তা, জয়েন্ট সেক্রেটারি লিও লায়লা শিকদার, লিও সাইফুল সাগর, জয়েন্ট ট্রেজারার লিও কামরুল হাসান, লিও মেরাজুল ইসলাম, লিও টেমার লিও রিমন উদ্দিন, টেইল টুইস্টার লিও অপরাজিতা তালুকদার, পি আর ও লিও আবদুর রহিম, সিস্টার কো-অর্ডিনেটর লিও মুনমুন ভৌমিক, মেম্বারশিপ চেয়ারম্যান লিও স্বস্তিকা মল্লিক, প্রজেক্ট চেয়ারম্যান লিও আবদুল্লাহ আল মামুন, স্পোর্টস চেয়ারম্যান লিও জাহেদুল ইসলাম। নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারাবিশ্বে যেভাবে সেবার দ্বারকে প্রসস্ত করেছে। অসহায়, হতদরিদ্র মানুষ তথা আত্মমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। আগামীতে লায়ন্সের সেবার যাত্রায় অগ্রগামী সৈনিক হয়ে কাজ করবে লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির লিও সদস্যরা।