আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে নাজির হাটে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ড নাজির হাটে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ৮.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ৯ টা নাগাদ নাজির হাটে পৌঁছে রাত সাড়ে ১০ টা আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশের একটি টিম  দ্রুত ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা ও আগুন নিয়ন্ত্রণের কাজ করে। অগ্নিকাণ্ডের স্হান দেখতে  এ ঘটনায়  ফায়ার সার্ভিস, পুলিশ, জনসাধারণ নিয়ন্ত্রণে অনেকটা ব্যাগ পেতে হলে রাত ১০.২০ মিনিটে বাংলাদেশ নৌ বাহিনীর টিম এসে সবাইকে সড়িয়ে দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো রিমন বনিকের লিজা জুয়েলার্স, আশিকের কোকারিজ দোকান, এরশাদের সওদাগরের হার্ডওয়ার গুদাম, ও শামীমের মুদি দোকান। এদিকে আগুন লাগার খবর পেয়ে সন্দ্বীপ বিদ্যুৎ বিতরণ বিভাগ দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে কয়েক ঘন্টায় অন্ধকারে থাকে উত্তর সন্দ্বীপের মানুষ। নাজির হাট ব্যবসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ জানান রিমন বণিক আমার দোকান থেকে একটি গ্যাস সিলেন্ডার আনে তার দোকানে সে এ সম্পর্ক অভিজ্ঞ না হয়ে গ্যাসের মুখ উল্টো খুললেই আগুন ছড়িয়ে পড়ে তাতে মূহুর্তে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত  ষ্টেশন অফিসার মইন উদ্দিন রাত ১০ টা নাগাদ জানান আমরা ১ ঘন্টা পর্যন্ত আগুন নিবারকের কাজ করছি আগুনের সুত্র পাত সম্পর্কে মিডিয়াকে পরে জানাতে হবে,তবে রাত সাড়ে ১০ টায় তিনি জানান আমরা প্রথমিক তথ্য মতে জানতে পেড়েছি একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্র পাত, কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে পরে জানাতে পারবো।