নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ শুরু হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা"সদর ইউনিয়নের গ্রাম্য আদালত কক্ষে" নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে নাইক্ষ্যংছড়ি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ অনুষ্ঠিত হয়। উক্ত মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাত জাহান ইতু উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত ) নাইক্ষ্যংছড়ি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর জায়েদ,আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক মোজাফফর, উপজেলা কমান্ডার আনসার ও ভিডিপি নাইক্ষ্যংছড়ি।
উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ আগামী দিন পর্যন্ত চলবে বলে জানা যায়।