আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

লামায় ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ০৩:২৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

'আমাদের অধিকার,আমাদের ভবিষ্যৎ- এখনই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহজাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন। 

 

মানবাধিকার কর্মী মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী,ফাইতং ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান শাহেদা ইয়াছমিন।

এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য 

ব্যক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ,মানবাধিকার কর্মী সহ প্রমূখ।

 

এসময় বক্তারা বলেন,মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি,

সকলের নিরাপত্তা বিধান,স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। সবার জন্য ন্যায় বিচার প্রাপ্তি মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় দিক।