বান্দরবানের লামা বন বিভাগ কর্তৃক জনসচেতনতামূলক সভা ও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত লামা উপজেলার লামা রেঞ্জে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার (২৭ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টায় ফাসিঁয়া খালি রাংগাঝিরি মো:ইউনুছ চৌং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়,উপজেলার লামা রেঞ্জে ফাসিঁয়া খালিতে বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ১লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। মো:আতিকুল ইসলামের উপস্থাপনায় অনুদান প্রদান সভায় সভাপতিত্ব করেন, লামা বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক খোন্দকার মো: গিয়াস উদ্দিন।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় বন কর্মকর্তা মো:আরিফুল হক বেলাল।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার,মো:মোস্তফা জাবেদ কায়সার,মো: মঞ্জুরুল ইসলাম, সহকারী বন কর্মকর্তা,ফাসিঁয়া খালি ইউপি চেয়ারম্যান, নরুল হোসেন চৌং,সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, বেলাল আহমদ সহ প্রমূখ।
বিভাগীয় বন কর্মকর্তা মো:আরিফুল হক বেলাল বলেন, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। হাতির চলাচল করিডোর নষ্ট হওয়ায় হাতি গুলো লোকালয়ে চলে আসছে। হাতির জন্য অভয়ারণ্য প্রয়োজন,এনিয়ে আমরা কাজ করছি।