আজ মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

লামায় চিকিৎসা সেবা পেল হত দরিদ্র,অসহায় ৫শত নারী, পুরুষ

বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি:- | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ ০৭:৪০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে আব্দুল জলিল কোং এর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন হত দরিদ্র, অসহায় ৫শ’ নারী ও পুরুষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত আব্দুল জলিল কোম্পানির মানবিক উদ্যোগে নিজ বাড়ি’তে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম সমাপ্তি হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন চকরিয়া বরইতলী মা- শিশু হাসপাতাল। মেডিকেল ক্যাম্পে মা ও শিশু, মেডিসিন, চর্ম ও যৌন, নাক-কান-গলা ও চক্ষু, গর্ভবর্তী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগের সেবা প্রদান করা হয়। ফাইতং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিনামুল্যে বিভিন্ন রোগের ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষরা হাসি মুখে বাড়ি ফিরে যায়। চিকিৎসা প্রদানকারী ডাক্তাররা হলেন, চকরিয়া বরইতলী মা- শিশু হাসপাতাল ডাঃ মোঃ মাসুদুর রহমান সৌরভ এবং ডাঃ মোছাঃ শামীমা আক্তার। চিকিৎসা সেবা নিতে আসা নুরুল ইসলাম বলেন, ‘গ্রামের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা দেয়ার এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরি।’ গ্রামের অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য বিশিষ্ট ডাক্তার,সমাজ সেবক আব্দুল জলিল কোম্পানি সহ সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক এবং ফাইতং ইউনিয়ন সাবেক আমজনতা। আব্দুল জলিল কোম্পানি জানান,আলহামদুলিল্লাহ আজকের আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার জন্য সারা দিন যারা পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি এবং মানি সৃষ্টিকর্তা হঠাৎ করে একদিন সবটা সুন্দর করে সাজিয়ে দিবেন। কল্পনা নয় বাস্তব,সপ্ন নয় সত্যি, ঔষধ যদি হয় নির্ভেজাল, চিকিৎসা যদি হয় নির্ভুল, চিকিৎসক যদি হয় অভিজ্ঞ,রোগ যত কঠিন হোক না কেনো তা নির্মুল অবশ্যই করা সম্ভব। আমি আমার প্রতি যথেষ্ট বিশ্বাস রাখি। কারণ সেই ছোট বেলা থেকে খেয়ে না খেয়ে পথচলা মানুষ আমি। হিংসার সমুদ্রের যত গভীরতা বাড়াও তাতে আমি ভালোবাসা দিয়ে বাধ নির্মাণ করব ইনশাআল্লাহ। কথা দিয়েছিলাম আমার প্রান প্রিয় ফাইতং ইউনিয়ন বাসিকে পাশে থাকব , সেই ওয়াদা রক্ষা করতে পারি মত, সকলের কাছে দোয়ার আর্জি করছি। এই মহান উদ্যোগের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এলাকায় অসহায় বঞ্চিত মানুষের পাশে থাকা আমার মূল লক্ষ্য।ভবিষ্যতে ও এই সেবা চলমান থাকবে।