আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

লামায় গণমাধ্যম কর্মী ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা

বেলাল আহমদ,লামা(বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ ০২:৩৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

"গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা এবং সুশাসন, অভিযোগ প্রতিকার, সেবা প্রদান ও তথ্য অধিকার আইন ২০০৯" বিষয়ে লামা উপজেলার গণমাধ্যম কর্মী ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের আয়োজনে ও বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। অনেক দিন ধরে বাংলাদেশে একটি মহল গুজব ছড়িয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে। সময়ের সঙ্গে এর প্রকৃতিও পরিবর্তিত হয়েছে। কিন্তু অন্যান্য দেশের মতাে আমাদের দেশে এ বিষয়গুলােকে কেন্দ্র করে গুজব প্রতিরােধে কৌশল নিয়ে এখনও তেমন গবেষণা হচ্ছে না। যদি আমরা নিজেদের আধুনিক ও সভ্য মানুষ বলে দাবি করে থাকি তবে আইন প্রয়ােগের মাধ্যমে গুজব যেমন প্রতিরােধ করতে হবে, তেমনি গবেষণার মাধ্যমে অর্জিত ফলাফল থেকে গুজব প্রতিরােধে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই দেশের উন্নয়ন ও অগ্রগতি সচল রাখা সম্ভব। সভায় সভাপতিত্ব করছেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র তথ্য অফিসার (চট্টগ্রাম) আজিজুল হক নিউটন,মাহফুজুর রহমান,উপ-পরিচালক বিএডিবি লামা।এ এম ইমতিয়াজ, প্রধান শিক্ষক লামা আর্দশ বালিকা উচ্চ বি:,তথ্য অফিসার (চট্টগ্রাম) মারুফা রহমান ইমা,তথ্য অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,খন্দকার তৌহিদ,সহকারী তথ্য অফিসার লামা। সভায় গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা এবং সুশাসন, অভিযোগ প্রতিকার, সেবা প্রদান ও তথ্য অধিকার আইন ২০০৯" বিষয়ে মুক্ত আলোচনা করেন,সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন,কামরুজামান, মো:ফরিদ উদ্দিন,সাহাবউদ্দিন সহ প্রমুখ।