বান্দরবানের লামা শিক্ষক কর্মচারী কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে।সমবায় সমিতি আইন-২০০১ (সংশোধিত-২০১৩) এর ১৮(৪) ধারা মোতাবেক সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ২৭(১) অনুযায়ী আগামী ৩০সেপ্টেবর ২০২৩ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন পরিচালনা কমিটির ২৩ আগস্ট২০২৩ ইং তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থাপনা কমিটির "নির্বাচনী তফশীল/২০২৩ ঘোষণা করা হয়।৩০সেপ্টেবর ২০২৩ইং লামা টাউন হলে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পত্র বিতরণ ৩০ আগস্ট হতে ০৩সেপ্টেবর সকাল ১০.০০ টা হতে বিকাল ০৫.০০ টা পর্যন্ত সমিতির কার্যালয় বিতরণ চলবে,মনোনয়ন পত্র দাখিল ০৪ সেপ্টেবর ২০২৩ ইং বিকাল ০৫.০০ টা, প্রার্থীতা প্রত্যাহার ১৬ সেপ্টেবর ২০২৩ ইং, প্রতীক বরাদ্দ ১৭ সেপ্টেবর ২০২৩ইং চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ সেপ্টেবর বিকাল ০৬.০০ঘটিকায়।
৩০সেপ্টেবর২০২৩ইং দুপুর ০২.০০থেকে বিকাল ০৫.০০টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে,ভোট গ্রহন শেষে গণনার
পর নির্বাচনি ফলাফল ঘোষনা করা হবে।
অনুষ্টিতব্য নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির এক জন চেয়ারম্যান,এক জন ভাইস চেয়ারম্যান, এক জন সেক্রেটারী, তিন জন ডিরেক্টর সমিতির সকল ভোটারদের প্রত্যক্ষ ও সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তমতে মনোনয়ন ফরমের মূল্য সমিতির রশিদমূলে নগদ টাকা প্রদান পূর্বক সমিতির কার্যালয় হতে তফসীলে বর্ণিত তারিখ অনুযায়ী সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র ফরমের মূল্য সম্পূর্ণ অফেরতযোগ্য।বরাদ্দকৃত প্রতীক গুলো হলো চেয়ারম্যান:চেয়ার, ছাতা, আনারস, হরিণ। ভাইস চেয়ারম্যান :হারিকেন, হাতপাখা, প্রজাপতি, মোরগ সেক্রেটারী :গোলাপফুল, দোয়াত কলম, ফুটবল,বাস। ডিরেক্টর:হাতি, বাঘ,টেছিল, বাইসাইকেল ডাব, চশমা, তলোয়ার,কাপ পিরিচ, মই, হাতপাখা। প্রার্থীর সংখ্যা প্রতীক সংখ্যার চেয়ে অধিক হলে নির্বাচন কমিটি প্রয়োজনে অতিরিক্ত প্রতীক বরাদ্দ দিতে পারবেএকাধিক প্রার্থী একই প্রতীক দাবী করলে সংশ্লিষ্ট প্রার্থীদের সম্মুখে (যদি উপস্থিত থাকেন) লটারির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
সকল প্রার্থীদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ৩০সেপ্টেবর লামা শিক্ষক কর্মচারী কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রহিম উদ্দিন অনুরোধ জানান।