আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, অনলাইনে তথ্য হালনাগাদ না করায় চলতি অর্থবছরে ৪ লাখ ৫১ হাজার টাকা বরাদ্দ

বেলাল আহমদ,লামা (বান্দরবান)প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ মে ২০২২ ১২:২৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ওষুধের সংকট। যে কারণে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীদের চিকিৎসাসেবা নিয়ে সংকটে পড়েছেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা। জানা গেছে, লামা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ ও আন্তঃবিভাগে প্রতিদিন গড়ে ৪৫ জন রোগী ভর্তি হন । এছাড়া বহির্বিভাগে প্রতিদিন তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত অর্থবছর এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাসেবা গ্রহণকারীদের ওষুধ কেনার জন্য ৩৮ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রোগীদের প্রতিদিনের তথ্য অনলাইনে হালনাগাদ না করায় চলতি অর্থবছর এ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ লাখ ৫১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোগীদের প্রতিদিনের তথ্য অনলাইনে হালনাগাদ না করায় ৩৪ লাখ টাকা বরাদ্দ কমিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর । বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওষুধ প্রদান করা হচ্ছে না। ওষুধ না থাকায় পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা হুমকিতে পড়েছে। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ মঈনুদ্দিন মোর্শেদ জানান, বরাদ্দ না আসার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও বান্দরবান সিভিল সার্জন,অফিসকে অবহিত করা হয়েছে।