আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

লক্ষ্মীছড়িতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

মোবারক হোসেন, খাগড়াছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জুন ২০২২ ০৭:২৪:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ। বাংলাদেশ সরকার ২০৪১ সালে উন্নত রাষ্ট্র ও ২০৭১ সালে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে স্বীকৃতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ। 

দিনব্যাপি কমর্শালায় দূর্গম উপজেলা লক্ষ্মীছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সমস্যা ও সমাধান বিষয়ক আলোচনা করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।