লংগদুতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পতাকা প্রদক্ষিণ র্যালি করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ১ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ১০.০০ ঘটিকার সময় সহকারী পরিচালক, প্রদীপ চন্দ্র দত্ত এর নেতৃত্ব ৩৬ আনসার ব্যাটালিয়ান ব্যারাক ভবন হতে র্যালীটি শুরু হয়ে লংগদু উপজেলা পরিষদ মাঠ প্রদক্ষিন করে পুনরায় ব্যারাক ভবনে এসে শেষ করেন৷ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মহাপরিচালক, মেজর জেনারেল মোঃ মিজানুর রহমান (বিপি, ওএসপি,এনডিসি,পিএসসি) এর নির্দেশক্রমে এবং উপ মহাপরিচালক, মোঃ শাহাবুদ্দিন( বিএ এমন এস, পিএ এম এস) এর দিকনির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায়, ৩৬ আনসার ব্যাটালিয়ান র্যালিটি পালন করেন।
এতে সার্বিক তত্ত্বাবধান করেন। ব্যাটালিয়ান অধিনায়ক ও সহকারী পরিচারক (চঃদাঃ) মোঃ জাহিদুর রহমান। এ র্যালীতে বিষেশ আকর্ষণ ছিলো ৫০ জন, সৈনিকের হাতে একই মাপের ৫০ টি পতাকা, একটি বড়ো জাতীয় পতাকা। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তারের অফিসার ও সদস্যরা র্যালীতে অংশ গ্রহন করেন।