আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ১০:০৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫০ বছর পূর্তি মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যদয় সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, শপথ বাক্য পাঠ ও রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শুরুতে জাতীয় সংঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করনে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। এছাড়া ডিসপ্লে সাজিয়ে ১৯৭১ সালে মহান বিজয় দিবসের মুক্তি যুদ্ধের প্রামাণ্য চিত্রকে তোলে ধরে ডিসপ্লে প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) আয়োজিত অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা,প:প: কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান, ইউআরসি ইনষ্ট্রাক্টর মো: মোমিনুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক সুফল চাকমা, রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো: হাফিজ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন প্রমুখ।