আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

রোয়াংছড়িতে বিএনপি বিক্ষোভ সমাবেশ

রোয়াংছড়ি প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২৬ অগাস্ট ২০২২ ১০:১৫:০০ অপরাহ্ন | রাজনীতি

বান্দরবানের রোয়াংছড়িতে সদর ইউনিয়ন বিএনপি আয়োজনে জ্বালানি তৈল, পরিবহন ভাড়া ও নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যের ম‍ূল‍্যর দাম বৃদ্ধির কারণে বিক্ষোভ সমাবেশ বেংছড়ি পাড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট ২০২২) অনুষ্ঠিত সভায় বেংছড়ি পাড়া কারবারি (গ্রাম প্রধান) শ্রী: উথোয়াইপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) মংহাইনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি রবিসেন তঞ্চঙ্গ‍্যা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার গান্ধীলাল তঞ্চঙ্গ‍্যা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বার অংশৈচিং মারমা, ক্রইসিংমং মারমা, যুব বিষয়ক সম্পাদক বিজয় কেতং তঞ্চঙ্গ‍্যা, যুব দল সভাপতি লুপ্রুমং মারমা। এছাড়া ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপি তৃমূল পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।