আজ সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

রোয়াংছড়িতে পরিদর্শন করলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

রোয়াংছড়ি প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:১৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে উন্নয়ন বোর্ডে অর্থায়নের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান পাড়া কেন্দ্র, উন্নয়ন বোর্ডে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, কালভাট, ব্রিজ, রোয়াংছড়ি থেকে রুমা সড়ক, নির্মাণাধীন শহীদ মিনা, সামাজিক প্রতিষ্ঠান সহ উন্নয়ন বোর্ডে অর্থায়নের বাস্তবায়িত সকল প্রকল্পের কার্যক্রমকে পরিদর্শন করলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর ২০২১) বাস্তবায়িত কর্মসূচীর পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের সদস্য ও প্রশাসন মো: ইমতেখার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড় উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, নির্বাহী কর্মকর্তা মো: ফোরকান এলাহি, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো: আজিজ, নির্বাহী প্রকৌশলী  আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, ব্যাবস্থাপক থুইসাচিং মারমা, আলুমং মারমা,সুফল চাকমা। পরিদর্শনকালে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বাস্তবায়িত কার্যক্রম গুণগত কাজের মান ও টেকসই হওয়ার দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আগামীতে আরো সরকারের ব্যাপক উন্নয়নের অব্যাহত থাকবে বলে এসব কথা জানান।