আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রোয়াংছড়িতে কচ্ছপতলী বাজারে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি

রোয়াংছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ ০৪:২৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে বিশেষ ট্রাকসেল, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) বাণিজ্য মন্ত্রালয় অধীনের বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধান এবং মেসার্স অনামিকা স্টোর ঠিকাদার প্রতিষ্ঠান কতৃর্ক আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী বাজার মাঠে জরুরী পণ্য সরবরাহ ও তেল, চিনি এবং মশুরডাল সহ ন্যায্যমূল্যের বিক্রির কার্যক্রাম উদ্বোধন করেন আলেক্ষ্যং ইউপি ৮২৫ জন ও  নোয়াপতং ইউনিয়নের ৫৭২ জন উপকারভোগী কার্ডধারিদেরকে সফটওয়্যার এপস ফিগার প্রিন্ট মাধ্যমে বিক্রি শুরু করেছে।

 বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) টিসিবির পণ্য সরবরাহ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটি পরিদর্শন করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কর্মসূচীর ট্যাক কর্মকর্তা পুলুমা  মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, সংলিষ্ট ওয়ার্ড মেম্বার, ইউপি সচিব লিটন পাল ও উপকারভোগীসহ প্রমুখ।