আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়ি পাড়াতে ফের চুরির ঘটনা ঘটেছে

রোয়াংছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ ১২:১২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে ফের চুরির ঘটনা ঘটেছে। রোয়াংছড়ি মধ্যম পাড়ার নিবাসী অংমা মারমা ছেলে ৩৮ এডি আর্মির সৈনিক শৈমংসি মারমা বাড়ি থেকে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে ঘরের দরজায় ভেঙ্গে বাড়িতে বিভিন্ন আলমারি, বাক্স ভেঙ্গে জিনিস পত্র চুরির করে নিয়েগেছে।

এলাকার  সূত্রের জানা যায় বাড়ির মালিক সৈনিক শৈমংসিং মারমা বর্তমানে শান্তি মিশন মালিতে আছে তার স্ত্রীর রেইচ্ছা মা-বাবার ঘরে থাকে এবং বাড়িতে বিধবা বৃদ্ধ মা একা থাকলেও তিনি তিন চার দিন আগে বান্দরবান জেলা সদরে বড় মেয়ের ঘরে বেড়াতে গিয়েছে। সে সময়ে বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে। রোয়াংছড়ি মধ্যম পাড়ার কারবারি প্রুহ্লাঅং মারমা বলেন প্রতি বছরে শীতের মৌসুমে বিভিন্ন পাড়া, রোয়াংছড়ি বাজার সহ প্রতি নিয়ত চুরি হয় কিন্তু কোন এখনও সন্ধান পাননি। 

২৬ ডিসেম্বর ইউপি নিবার্চনের আইন শৃঙ্খলা বাহিনীরা রাতের টহলে থাকে কেনো চুরির হয় এখনও জানা যায়নি। 

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন কোন ব্যক্তির চুরির সন্দেহ থাকলে অভিযোগ করলে আইনে আওতায় আনা হবে।