আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাগড়াছড়িতে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা

মোবারক হোসেন, খাগড়াছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১৭ নভেম্বর ২০২১ ০৪:০৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় খাগড়াছড়িতে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনের হলরুমে অর্ধদিবসের এই কর্মশালার আয়োজন করে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম।

 

কর্মশালায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা আব্দুল গনি মজুমদার'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের সহকারী পরিচালক এ. কে. এম. মহসিন।

 

আয়োজিত কর্মশালায় জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা কারাগার, জেলা তথ্য অফিস, জেলা কর্মসংস্থান অফিস, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দসহ ২৫ জন ব্যক্তি অংশ নেন।

 

যে কোনো দুর্যোগ কিংবা মহামারিসহ নানা কারণে কোনো ব্যক্তি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আবার কখনো ইচ্ছায়-অনিচ্ছায় হারিয়ে যায় বা নিখোঁজ হয়। পারিবারিক যোগায্গো পুনঃস্থাপন রক্ষার জন্য কাজ কওে যাচ্ছে আরএফএল নামে এই সংস্থাটি। কর্মশালায় উল্লেখ করা হয় আমাদেও দেশে অনেক বিদেশি নাগরিক আটক থাকতে পারে। আবার বিদেশেও আমাদেরে দেশের নাগরিক আটক থাকতে পারে উক্ত ব্যক্তিদের খোঁজ খবর নিয়ে পারিবাবারিক যোগাযোগ সৃষ্টির লক্ষ্যেই আরএফএল সারা বিশ্বে কাজ করছে।