আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

রুমায় জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

মংহাইথুই মারমা, রুমা (বান্দরবান) : | প্রকাশের সময় : বুধবার ২১ অগাস্ট ২০২৪ ০৪:১১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে রুমা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের  মাঝে সংবর্ধনা ও  সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

 

আজ (২১ আগস্ট) বুধবার সকাল সাড়ে ১১ টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হেলাল উদ্দিন এর সংঞ্চালনায়  প্রধান শিক্ষক মোঃ সাইফুল আজম সভাপত্বিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান। 

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুকান্ত দেব ,নুম্রাউ মারমা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান(অপসারিত), অগ্রবংশ নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ,পাইন্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল-আমিন, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মরত শিক্ষকসহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। 

 

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন,সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। 

 

তিনি আরও বলেন,শুধু সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়,বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানিয়েছে। 

 

এসময় উপস্থিত থাকার শিক্ষার্থী ও কর্তৃপক্ষরা বলেন, রুমা সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে -১৯৬৭ সালে আজ প্রথম-২০২৪ সালে এসে এক শিক্ষার্থী ডসিংনু মারমা নামে একজন ছাত্রী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়কে গৌরব অর্জন করেছে এবং রুমাবাসীর গর্ভীত সন্তান বলে জানিয়েছেন। 

 

এসময় কৃতি শিক্ষার্থী ডসিংনু মারমাকে সংবর্ধিত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অতিথিগণ।