আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কাসেম এর দাফন সম্পন্ন

রাজস্থলী প্রতিনিধ : | প্রকাশের সময় : শনিবার ১৩ জানুয়ারী ২০২৪ ০৬:০১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মুক্তিযোদ্ধা আবুল কাসেম কে শ্রদ্ধা জানান রাষ্ট্রীয় মর্যাদায়  রাজস্থলী উপজেলা প্রশাসন।  শনিবার  বেলা দুইটায়  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে  তার নামাযের জানাজার পূর্বে গার্ড অপ অনার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা  আবুল কাসেমের  দাফনের আগে রাজস্থলী থানার  পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন  আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার  (১৩ জানুয়ারি)  সকাল ৮ টায় উপজেলার আমছড়া পাড়া  নামক নিজ বাড়ীতে  অসুস্থ হয়ে পড়েন মুক্তিযোদ্ধা আবুল কাসেম। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২বছর।  জানাজা ও গার্ড অপ অনার শেষে তার দেশের বাড়ী  মিরসরাই উপজেলার দরগাহ গ্রামে নিয়ে যায় সন্তানরা। পরে তার  গ্রামের বাড়ীর  পারিবারিক কবরস্থানে দাফন করা  হবে  বলে পরিবার নিশ্চিত করেছেন।