আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রামুর গর্জনিয়ার বেলতলীতে দু'গ্রুপের সংঘর্ষ,গুলিবিদ্ধ-১ পরিস্থিতি থমথমে

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বেলতলীতে দু'গ্রুপের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে গুলিবিদ্ধ হয়েছে-১ জন। এছাড়া  ২ জনকে হন্য হয়ে খুঁজছে অস্ত্রধারীরা।

 এ ঘটনায় গুলিবিদ্ধ যুবকের নাম সাহাবুদ্দিন শাকিল ( ২৭)। সে স্থানীয় নবী সুলতানের ছেলে। গুলিবিদ্ধ শাকিলকে  প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে পরে কক্সবাজার  হাসপাতালে নিয়ে যান স্বজনরা। 

অপর দিকে  অস্ত্রধারীরা যাদেরকে খুঁজছে  তারা হলো-আনোয়ার হোসেন ও সোহেল। তাদের একজনের বাড়ি বেলতলী। তাহের মেস্বারের ছেলে সোহেলের বাড়ি কচ্ছপিয়া গ্রামে । ঘটনাটি ঘটেছে রোববার ( ২৪ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে।

আহত শাকিল এ প্রতিবেদককে  জানায়,সে প্রতিদিনকার ন্যায় বেলতলী স্টেশনের পূর্বপাশে ছিলো। তখন বিকেল

৩ টায়। পশ্চিম দিক থেকে এলাকায় বহুল পরিচিত গ্রুপের  নেতৃত্বে  ৮/৯ টি মটর সাইকেল  নিয়ে ১৬/১৭ জন যুবক স্বশস্ত্র অবস্থায় এসে তার উপর গুলি চালাতে থাকে। পরপর  ৫ রাউন্ড গুলি বর্ষণ করলেও  তার গায়ে লাগে ২ টি। এ ছাড়া

তাকে প্রচন্ড মারধরের পর মৃত ভেবে ফেলে যায় চলে যায়। পরে স্থানীয় এবং স্বজনরা তাকে উদ্বার করে। 

অপর দিকে আনোয়ারের স্বাজনদের দাবী,শাকিলকে ফেলে রেখে আনোয়ার হোসেনকে অপহরণের চেষ্টা করে ঐ দলটি। অবস্থা বেগতিক দেখে পাড়ার মেয়েরা এসে তাদের গতিরোধ করে আনোয়ারকে ছিনিয়ে নেয় তারা। পরে সোহেলের খোঁজে কচ্ছপিয়া পার হয় অস্ত্রধারী।

এ বিষয়ে রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল ইসলাম বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যান। 

ঘটনায় জড়িত লোকজনকে খোঁজা হচ্ছে।