আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রামুর কচ্ছপিয়ার চাকমারকাটাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ২৩ অগাস্ট ২০২৩ ০৫:২৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রামু উপজেলার কচ্ছপিয়ার চাকমারকাটাঁ গ্রামে পানিতে ডুবে মেহেরান কবির নামের ১৬ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

২৩ আগষ্ট বুধবার দুপুর সাড়ে ১টার সময় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমারকাটাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশু মেহেরান কবির চাকমারকাটাঁ গ্রামের রবিউল হাসানের ছেলে।

 

স্থানীয় কচ্ছপিয়ার চাকমারকাটাঁর বাসিন্দা ও মৃত মেহেরান কবিরের চাচা হামিদুল হাসান শিমুল জানান, বুধবার দুপুর ১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বারান্দার সামনে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য দেয়া বালতির পানি নিয়ে খেলা করছিল ওই শিশু। খেলার এক পর্যায়ে শিশুটি বালতির ভিতর পড়ে যায়।  এই সময় ওই শিশু বালতির পানিতে পড়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুঁজির  এক পর্যায়ে বালতির ভিতর ওই শিশুকে  পানিতে ভাসতে দেখেন তার মা। পরে তারা তাকে উদ্ধার করে গর্জনিয়া বাজারের কয়েকটি ফার্মেসীতে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে ওই শিশুকে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল মো: নোমান  জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ীর আঙিনার সামনে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য দেয়া বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুর অকাল মৃত্যুতে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।