আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রামু পুলিশের অভিযানে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে আসা সিগারেট,মোটরসাইকেলসহ আটক-২

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪০:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রামু উপজেলার কচ্ছপিয়ায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে এক হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই পাচারকারীকে একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

তারা হলেন  মোঃ রহিম উল্লাহ (২০) সে কচ্ছপিয়া ইউনিয়নের বড় জাংছড়ি নুরুল আলমের ছেলে। অপর জন রহিম উল্লাহ (প্রকাশ বাহাূুর ২২) সে কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা লামারপাড়ার ফরিদুল আলমের ছেলে বলে জানিয়েন পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গর্জনিয়া পুলিশের নবাগত আইসি সাইফুল আলম ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া থেকে এ-সব বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হন পুলিশ। 

ফাঁড়ির আইসি সাইফুল আলম জানান তিনি সবে মাত্র যোগদান করেছে। অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড মাদকসহ চোরাকারবারিদের ছাড়া দেওয়া হবে না বলে জানান স্থানীয় গণমাধ্যমকর্মীদের। উল্লেখ্য কচ্ছপিয়া এলাকার কয়েকজন নেতা নাম ধারী ব‍্যক্তি নিজেদের ক্ষমতাধর লোক পরিচয়ে এবং ম্যানেজ প্রক্রিয়া করে মিয়ানমার থেকে গরু,সুপারি এবং সিগারেটের কারবার করে আসছেন,উক্ত ইউনিয়নের বেশ কিছু ব‍্যাক্তি এখন অর্থ বিক্ততে দেখার মত জীবন যাপন করছেন বলে এলাকার স্থানীয় বেশ কিছু মানুষ নাম প্রকাশ না করার শর্থে জানিয়েন।