আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে সুন্দরবন কুরিয়ারের চালকসহ ২ জনকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

মো. নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১১ এপ্রিল ২০২২ ০২:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

: সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক ও রানারকে অপহরন করেছে সশস্ত্র উগ্র উপজাতি অস্ত্রধারীরা। শনিবার রাত ১০.৩০ মিনিটে খাগড়াছড়ি জেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন সশস্ত্র উপজাতি অস্ত্রধারী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-উ-১৪১৪০৭) গতিরোধ করে চালক মো. আব্বাস ও রানার মো. আল আমিনকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের দেড়দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার বা মুক্তি মেলেনি অপহৃতদের। অপহৃত চালক মো. আব্বাস ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর চাষারা এলাকার এবং রানার মো. আল আমিন নোয়াখালির বেগমগঞ্জ উপজেলার ইয়ারাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গাড়ীতে থাকা হেলপার মো. সোলায়মান সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির ব্যবস্থাপক মো. সালাউদ্দিনকে জানালে বিষয়টি প্রশাসনের নজরে আসে। ব্যবস্থাপক জানান, চালকের মোবাইল থেকে অপহরণকারীরা নিজেদের ইউপিডিএফ মূল দলের বলে পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিজিবি সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগেও একই স্থান থেকে প্লাস্টিকের সামগ্রী ব্যবসার সাথে জড়িত দুইজন ব্যবসায়ীকে টাকার জন্য অপহরন করে উপজাতি সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পায় ফেনী থেকে আগত ব্যবসায়ীরা।