জেলার রামগড়ে ২০২১-২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ, প্রজেক্ট (এনএটিপি২) মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় উপজেলার ৪জন সিআইজি মৎস্যচাষীদের মধ্যে উন্নত প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খোন্দোকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এসময় রামগড় উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
রুইজাতীয় মাছের মিশ্রচাষ প্রযুক্তির প্রদর্শনী প্রাপ্ত ৪জন হলেন বৈদ্যপাড়ার উসাংচিং মগিনী, তৈচালার খগেন্তী ত্রিপুরা, রসুলপুর এলাকার মিতালী ত্রিপুরা, চাঁন্দপাড়ার ফেরদৌস আক্তার (সাথী)।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, এই প্রকল্পে উপজেলার ৪ জন মৎস্য খামারীর মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক খামারীকে সাড়ে ২২ কেজি উন্নত জাতের রুই জাতীয় মাছের পোনা এবং প্রত্যেককে ১৮৫ কেজি মৎস্য খাদ্য বিতরন করা হয়।