আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রামগড়ে শিশু কাননসহ বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তর করেন ডিসি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৮ নভেম্বর ২০২২ ০৪:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

শিশুদের শারীরিক, মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় রামগড় শিশু কানন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সোমবার বেলা সাড়ে তিন ঘটিকায় এসডিও বাংলো প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথি শিশু কাননের নির্ধারিত স্থান ঘুরে দেখেন। পরে রামগড় শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ। এর আগে জেলা প্রশাসক বালুখালি মাধ্যমিক বিদ্যালয় চালুর লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এবং এর উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা অনুদানের চেক কমিটির নিকট হস্তান্তর করেন। পরে তিনি দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া রামগড় গণ পাঠাগার পরিদর্শন করে বই ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।