আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

রামগড়ে বিশিষ্টজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ ০৪:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

জেলার রামগড়ে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী মো. নুরুল আলমগীর, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোজাম্মেল হোসেন, কৃষি কর্মকর্তা রাশেদ চৌধুরী, শিক্ষা অফিসার মো. ইলিয়াস হোসেন, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন, শিক্ষক রুম্রচাই কার্বারী সহ প্রমুখ। বক্তারা সাবেক মহকুমা রামগড়ের বিভিন্ন ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, নতুন ইউনিয়ন গঠন, শিশু পার্ক, স্থলবন্দর ও ইমিগ্রেশন সেন্টার চালু, ভূমি অধিগ্রহণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান রামগড় উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান এবং জেলা প্রশাসন থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান কার্বারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।