আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

রামগড়ে কম্পিউটার প্রশিক্ষণার্থীরা পেল ৪৩ বিজিবি'র সনদপত্র ও পুরষ্কার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৬ নভেম্বর ২০২২ ০৪:১৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

জেলার রামগড়ে ৪৩ বিজিবি'র অর্থায়নে পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৪১তম ব্যাচের ৩৬ জন প্রশিক্ষনার্থীর মাঝে পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় রামগড় ব্যাটালিয়নের মহিলা কল্যাণ সমিতির প্রশিক্ষণ হল রুমে ৪৩ বিজিবি'র সদস্য নায়েক আকবর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষাণার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি। এসময় তিনি ৩৬ জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী মো.নিজাম উদ্দিন, ২য় আনু মগ ও তৃতীয় স্থান অধিকারী কাজী সুমায়রা আলমের হাতে সনদপত্র ও পুরষ্কার প্রদান করেন। জোন কমান্ডার বলেন, এ অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি কম্পিউটার শিক্ষার্থীদের দক্ষতা প্রদানে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র সহকারি পরিচালক রাজু আহমেদ সহ বিজিবি'র পদস্থ কর্মকর্তাগন, কম্পিউটার প্রশিক্ষক হেলাল উদ্দিন, ডলিপ্রু মারমা, সকল প্রশিক্ষণার্থী এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রশিক্ষণার্থী মো.নিজাম উদ্দিন সহ তাঁর সহপাঠিরা।