প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি রামগড় উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।
শুক্রবার দুপুরে তিনি পাতাছড়া ইউনিয়নের দিত্ত কার্বারি পাড়ায় গৃহের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ইতিপূর্বে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্মিত কয়েকটি গৃহ পরিদর্শন করে পুনর্বাসিত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার জানান, রামগড় উপজেলায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ২৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ৩য় পর্যায়ে আরো ৭৩টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে।