রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুপাইছড়ি গুদামবাড়ি এলাকায় ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রামগড় মানস চন্দ্র দাস। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালানা করেন তিনি। এসময় পাইপসহ বালু উত্তোলনের দুটি মেশিন এবং আনুমানিক প্রায় দশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের সময় লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাইপসহ জব্দকৃত বালু উত্তোলনের মেশিন দুটি রামগড় থানায় এবং আনুমানিক প্রায় দশ হাজার ঘনফুট বালু উক্ত ওয়ার্ড মেম্বারের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।