আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড় সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইলফোন জব্দ করেছে ৪৩ বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৩০ জুলাই ২০২৩ ০৯:০৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে নামীদামি কোম্পানির বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার ভোর রাত ৪.৩০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কাশিবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে এবং অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নির্দেশনায় রামগড়ের খেদাছড়া নামক স্থান হতে বিভিন্ন নামীদামি ব্যান্ডের ভারতীয় ৩২০টি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা মালামালগুলি জঙ্গলে ফেলে পালিয়ে যায়। রামগড় সীমান্তে এর আগে এত বড় মোবাইল ফোন চালান চোরাকারবারিদের থেকে জব্দ করা হয়নি বলে জানা গেছে।

বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল সেটগুলির বাজারমূল্য ১কোটি টাকা। জব্দকৃত সেটগুলি ৫হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা মূল্যের রয়েছে। জব্দকৃত সকল ভারতীয় মোবাইল ফোন সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকান্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।