আজ মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাজস্হলীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জায়িতা সম্মাননা পেলেন ৪ জন

রাজস্থলী প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ০৫:০৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। বৃহস্পতিবার (৯)ডিসেম্বর রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে- শেখ হাসিনার বারতা নারী-পুরুষ  সমতা,আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস শ্রেষ্ঠ জায়িতাদের সন্মাননা প্রদান উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা পরিষদের  চেয়ারম্যান  উবাচ মারমা।  এসময় ৪ জন শ্রেষ্ঠ জয়িতা মায়েদের হাতে সন্মাননা স্বরূপ ক্রেষ্ট তুলে দেওয়া হয়।আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সীথি চাকমা। আরো উপস্থিত ছিলেন নির্যাতিতা নারী,শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।