আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

রাজস্থলীতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে অনেক খুশি

রাজস্থলী প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১ জানুয়ারী ২০২৪ ০৭:৩৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম
রাজস্থলীতে শিক্ষার্থীদের মাঝে বই উৎসবে বই বিতরণ করছেন অতিথি বৃন্দ।

নতুন বছরের প্রথম দিন রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযে  উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরা।

 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে রাজস্থলী উপজেলার বিভিন্ন  বিদ‍্যালয়ে নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হন শিক্ষার্থীরা। ১০টায় বই বিতরণ কার্যক্রম শুরু হলেও অনেক আগেই স্কুলে উপস্থিত হন তারা। বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছে।

 

আওয়ামীলীগ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যায়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা ভাষার বই শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।

 সোমবার  সকালে প্রাক-প্রাথমিক,  শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আবদুল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক মন্ডলী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।