রাঙামাটির রাজস্থলীর মিতিঙ্গাছড়ি হতে প্রায় ৮ লক্ষ টাকার সেগুণ গোল কাঠ আটক করেছে সেনাবাহিনী। সোমবার ৩ জানুয়ারী বিকাল ৪ টায় সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধিনে মিতিংগ্যা ছড়ি এলাকা হতে রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহসানুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মিতিংগ্যা ছড়ি পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত অবস্থায় ২৫০ টুকরা সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়।
রাজস্থলী রেন্জ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সেনা জোনের অটল ৫৬ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। যার বাজার মুল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে তিনি জানান। উদ্ধার কৃত কাঠ গুলো রাজস্থলী সদর রেন্জে রাখা হয়েছে বলে রেন্জ কর্মকর্তা জানান।